সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

কিভাবে ফজরের নামাজ পড়বে

ফজর নামাজ চার রাকাত
➧দুই-রাক'আত  সুন্নত।

➧দুই-রাক'আত  ফরজ।








দুই-রাক'আত  সুন্নত নামাজ

1. প্রথমে ওজু করে পবিত্র হয়ে আসতে হবে
2. তারপর নামাজের পাটিতে দাঁড়িয়ে এই দোওয়া টি পড়বেন
''ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন''
 3. ফরজরের দুই-রাক'আত সুন্নত নামাজের নিয়ত বলে পুরুষেরা নাভির উপরে         ও মহিলারা বুকে হাত বাঁধবেন (বাম হাতের উপরে ডান হাত)
''নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে সুন্নাতু রাছুলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার"
 4. সানা পড়বে
"সোবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাস্মুকা, ওয়া তা'আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা"
 5. সূরা  ফাতিহা পড়বে ও তার সাথে অন্য একটি সূরা পড়বে
"আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন। আররাহমানির রাহীম। মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন। ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম। সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।"
*অন্য একটি সূরা (সূরা কাওসার)
"ইন্না আ'ত্বাইনা কাল কাউসার। ফাসাল্লিলি রাব্বাকা ওয়ানহার। ইন্না শা'নিয়াকা হুয়াল আবতার"
  6. স্থির ভাবে রুকু ও দুই সিজদা দিয়ে উঠে দাঁড়াবে ও পূর্বের ন্যায় হাত                         বাঁধবে   [এখন আপনার একরাকাত পূর্ণ হলো]
     "সিজদার কিছু নিয়ম আছে সেগুলো দেখুন"
7.আবার সূরা  ফাতিহা পড়বে ও তার সাথে অন্য একটি সূরা পড়বে
"আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন। আররাহমানির রাহীম। মা-লিকী ইয়াউমিদ্দ্বীন। ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন। ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম। সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম। গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।"
*অন্য একটি সূরা (সূরা কোরাইশ)
"
লিঈলা-ফি কুরইশিন্। ঈলা ফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ। ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি। আল্লাযি আত আ'মাহুম মিন যু'ঈ। ওয়া আমানাহুম মিন খাউফ"
 8. এবার রুকু ও দুই সিজদা দিয়ে উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে. বৈঠকে
     আত্তাহিয়্যাতু, দরুদ ও দোয়া মাসুরা পড়বে  
"আত্তাহিয়্যাতু লিল্লা-হি, ওয়াছ ছালা-ওয়াতু, ওয়াত-তাইয়্যিবা তু, আচ্ছালা মু আ'লাইকা, আইয়্যুহান নাবিয়্যু, ওয়ারাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আচ্ছালামু আলাইনা, ওয়া আ'লা ইবাদিল্লা হিছ-ছা লিহীন। আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু"
 "আল্লাহুম্মা সল্লেআ‘লা মুহাম্মাদিও ও‘য়ালা আলি মুহাম্মদ কামা সল্লেইতা‘আলা ইবরাহিমা ওয়া‘লা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিকআ‘লা মুহাম্মাদিও ও‘য়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা‘আলা ইবরাহিমা ওয়া‘লা আলি ইবরাহিমা ইন্নাকা হামিদুম্মাজিদ"
 9. এবার সালাম ফিরবেন
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা-হ" বলে ডান দিকে
"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা-হ" বলে বাম দিকে
  10. এবার দোয়া করে নামাজ শেষ করবেন
"রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাওঁ ওয়া ফিল আখিরাতি হাসানাতাওঁ ওয়া ক্বিনা আ'যাবান্না"
 দুই-রাক'আত  ফরজ নামাজ

*এই নামাজ ঠিক আগের মতোই শুধু নিয়েত টি আলাদা 
"নাওয়াইতু আন উসালিয়া-লিল্লাহি  তা’আলা রাকা’আতাই সালাতিল ফাজরে ফারযুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার"
End

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments

Contact Us

নাম

ইমেল *

বার্তা *